গণমাধ্যম কর্মীদের জন্য অভিযোগ বাক্স খুলা হবে - তথ্যমন্ত্রী
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 14.03.2018 - 09:53 PM
সময় ডেস্ক।। গণমাধ্যম কর্মীদের জন্য তথ্য অধিদফতরে অভিযোগ বাক্স খোলা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী একথা জানান।মন্ত্রী বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের মনিটরিংয়ের জন্য ডিএফপিতে (বাংলাদেশে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) সেল আছে। তারপরও আমরা একটা অভিযোগ বাক্স খুলতে পারি। যাতে গণমাধ্যম কর্মীরা অভিযোগ দিতে পারেন। তারা অভিযোগ গোপনে দিয়ে দেবেন। অভিযোগ থাকবে। আমরা খুলে খুলে দেখব যে, ঘটনা কী হচ্ছে। ন্যায্য কথা পাওয়া যাবে কিছু। বৈঠকে উপস্থিত প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে অভিযোগ বাক্স খোলার প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘‘পিআইডিতে (তথ্য অধিদফতর) একটি বাক্স রাখবেন। একটা বিজ্ঞাপন দিয়ে দেন। অভিযোগ সরকারের বিরুদ্ধেও হতে পারে। এটা পিআইডিতে থাকবে। গণমাধ্যম সংক্রান্ত পরামর্শ, কোনো সমস্যা কোনো বিষয়াদি যেটা কর্তৃপক্ষের নজরে আনা দরকার- এ বিষয়ে যেকোনো গণমাধ্যম কর্মী নাম ঠিকানাসহ দেবে। এই অভিযোগ করলেও আমরা তাকে নিরাপত্তা দেব। কাউকে বলব না।’ তথ্যমন্ত্রী বলেন, ‘মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি আমার বিষয় নয়। চেয়ারম্যান ওয়েজবোর্ড ঘোষণা করবেন। আইনে আছে চেয়ারম্যান যেটা ঘোষণা করবেন আমরা সেটা প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেব। এই রকম এটা সিদ্ধান্ত হয়েছে, আপনারা এটা মানবেন। না মানলে আমি তাকে সাজাও দিতে পারব না। ওয়েজ বোর্ডের প্রথম বৈঠকে কী হয়েছে তারপর আমি এবং আমার সচিব বা আমাদের কোনো অফিসার ওখানে বসব না কোনো পরার্শ দেব না। কিচ্ছু করব না। টোটাল জিনিসটা চেয়ারম্যানসহ ত্রিপক্ষীয় কর্মকর্তাদের।’ তিনি বলেন, ‘ওখানে মহার্ঘ ভাতা কেন দিল না? কেন তিন বৈঠক গেল এর উত্তর চেয়ারম্যান সাহেব দেবেন। ওই কর্মকর্তারা দেবেন। এখন থেকে আমরা এটার সঙ্গে জড়িত না। যদি ওখানে ওয়েজবোর্ড ঘোষণা করতে ব্যর্থ হয়, দেয়ার ফেলিউর, দিস নট মাই ফেইলিউর। আপনারা আপনাদের প্রতিনিধিদের চাপ দিন তারা গিয়ে কথা বলুক। আপনারা দুইটা টাকা পেলে আমরা কোনো আপত্তি নেই।’ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইনের খসড়ায় সাংবাদিকের সংজ্ঞায় সহ-সম্পাদকরা নেই। খসড়ায় তা অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ দেন সাব-এডিটর কাউন্সিলের নেতারা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তথ্যমন্ত্রী। বৈঠকে ডিএসইসির সভাপতি একেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ রানাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।