জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 26.03.2018 - 04:15 PM
জামালপুর প্রতিনিধি: জামালপুরে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে সোমবার মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসন এবার শহরের জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে।
জানা গেছে, স্বাধীনতা দিবসের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন পুষ্পস্তবক অপর্ণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমানের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের নেতৃত্বে ক্লাবের সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়শেন জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শাহাবুল আকন্দের নেতৃত্বে সকল সদস্যবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্র ইনিয়নসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে আটটা থেকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকীম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ এবং স্বাধীনতা দিবসের ইতিহাস ও ঐহিত্যভিত্তিক বিভিন্ন শারীরিক কসরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর ও পুলিশ সুপার কুজকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।