শেরপুরে শ্রমিক দলে আ'লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৬ নেতাকর্মীর পদত্যাগ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিকদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও আওয়ামীলীগের পদধারী একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে একযোগে ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস কন্ফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক।
তিনি জানান, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। কমিটিতে সৈরাচার আওয়ামী লীগের পতন আন্দোলনে রাজপথে সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিপুল পরিমান অর্থের বিনিময়ে একটি কমিটি অনুমোদন করেন। পরবর্তী ওই কমিটি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। যার ফলে শ্রমিকদলের বর্তমান আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতাকর্মী বর্তমান কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও জেলা কমিটির নেতৃবৃন্দের নামে নানা স্লোগান দিতে থাকে।
এ ঘটনায় গতকাল ২ নভেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে ৩ জনকে বহিস্কার করেন জেলা শ্রমিকদল।
পদত্যাগ কারীদের দাবি, দ্রুত এ কমিটি স্থগিত করে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করার জন্য অনুরোধ জানান জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি। অন্যথায় বৃহৎ আন্দোলনে যাবার ঘোষনা দেন শ্রমিক নেতারা।