আন্তর্জাতিক বন দিবসে শেরপুরের গজনীতে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোম, 24.03.2025 - 07:47 PM
Share icon
Image

আন্তর্জাতিক বন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ঝিনাইগাতীীর বনে ২৪ মার্চ সোমবার এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গজনী এলাকার বনরানী রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন  ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল। এতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা

আ. ন.ম. আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য, বিভিন্ন সালে সৃজিত বনবাগানের স্টেকহোল্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বনবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বক্তারা তাদের বক্তব্যে বন এবং বন্যপ্রাণী সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহŸান জানান। বন্যহাতিকে গারোপাহাড়ের ‘ফ্ল্যাগশীপ’ বন্যপ্রাণী হিসেবে উল্লেখ করে হাতি সুরক্ষায় বন্যহাতি হত্যা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। এই বনের ‘এশিয়ান ইফিফেন্ট’ প্রজাতির হাতি বিপন্নপ্রায় প্রজাতির একটি বন্যপ্রাণী। হাতি বাঁচলে গারোপাহাড় বাঁচবে। সাম্প্রতিককালে শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে 

হাতি-মানুষের  দ্ব›দ্ব প্রকট আকার ধারণ করেছে। বক্তারা হাতি-মানুষের দ্ব›দ্ব নিরসনে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং হাতি/বন্যপ্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত জান-মালের ক্ষতিপুরণ প্রদানের কথা উল্লেখ করে হাতি লোকালয়ে আসলে তাদের উত্যক্ত না করে পাহাড়ে ফিরে যাওয়ার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। 

Share icon