শেরপুরের নকলায় বেজাল কসমেটিক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা

নকলা প্রতিনিধি
সোম, 19.05.2025 - 02:23 PM
Share icon
Image

শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে কসমেটিকস তৈরি, মজুত ও সরবরাহ করছিল—এমন তথ্যের ভিত্তিতে আজ ১৮ মে (শনিবার) বিকেল ৫টায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিম্নমানের ও বেজাল কসমেটিকস পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এ ছাড়া পণ্যগুলো তৈরি হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।

অভিযানকালে প্রতিষ্ঠানটির ভেতরে মেয়াদবিহীন রাসায়নিক উপাদান, পণ্যের গায়ে সঠিক লেবেল না থাকা, অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং বাজারজাত করার জন্য প্রস্তুত বিপুল পরিমাণ বেজাল প্রসাধনী পণ্য পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে আইন অনুযায়ী কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।

Image

অভিযান পরিচালনার সময় নকলা থানা পুলিশের একটি টিম, এনএসআই কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, তাদের মেনুতে উল্লেখিত ৪৪ টি পণ্যের মধ্যে ২৭ টির সেম্পল আমরা সংগ্রহ করেছি।

Image

তারা কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এবং যথাযথ নিয়ম পালন না করে এসব উৎপন্ন করায় এটি সিলগালা করা হলো। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Share icon