ভিজিএফ চাল বণ্টনে অনিয়ম: শেরপুরের কামারিয়ায় ইউপিতে ট্যাগ অফিসারের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 03.07.2025 - 07:03 PM
Share icon
Image

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বণ্টনকে কেন্দ্র করে ট্যাগ অফিসার মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সরকারি চালের ভাগাভাগি করে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ ঘটনায় জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার বিকেলে সূর্যদি বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও কামারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আনোয়ার হোসেন সরকারি চাল বিক্রির অংশ হিসেবে নগদ অর্থ গ্রহণ করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেম এবং ট্যাগ অফিসার আনোয়ার হোসেন মিলে অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আংশিক বিতরণ করে বাকিটুকু কালোবাজারে বিক্রি করেছেন। পরে সেই বিক্রির টাকা ভাগ করে নেন তারা।

Image

এ ঘটনায় ট্যাগ অফিসার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, “ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী চাল বিতরণ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটি আমার নয়।” 

তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক মাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া ব্যাপক। সাধারণ মানুষের অভিযোগ, অসহায়দের অধিকার হরণ করে কিছু অসাধু ব্যক্তি নিজেদের পকেট ভারী করছেন। তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share icon