শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮ পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 05.02.2018 - 08:27 PM
Share icon
    সময় ডেস্ক।। সারাদেশের ন্যায় শেরপুর জেলায় ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮ শেরপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগারের যৌথ আয়োজনে ৫ ফেব্রুয়ারি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি সোমবার পালিত হয়েছে।   এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।   পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাম্বিল জন কেনেডির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।   বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব ও উপ-পরিচালক স্থানীয় সরকার এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, লাইব্রেরী এসোসিয়েশন অব বাংলাদেশ শেরপুর এর সভাপতি এড. ফকির আখতারুজ্জামান, জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, জেলা শিক্ষা অফিসার সৈয়দ উদ্দিন।   আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি একটি জ্ঞানমনস্ক জাতি ও সমাজ গঠনে কাজ শুরু করেছিলেন। বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতির মূল্যবান উপাদান সংরক্ষণের লক্ষ্যে ১৯৭২ সালে তিনি আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদফতর প্রতিষ্ঠা করেন।   এসময় প্রধান অতিথি দিবসটির সার্বিক সাফল্য কামনা করে বলেন, গ্রন্থাগারের সুষ্ঠু ব্যবহার, উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে করে ইউনিয়ন পর্যায়ে একটি করে গ্রন্থাগার করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।   এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সহকারী গ্রন্থাগার মতিউর রহমান প্রমুখ।   অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share icon