হার্ট সার্জারি শেষে সাবেক কাউন্সিলর রানাকে দেখতে গেলেন শেরপুর জেলা বিএনপি'র নেতারা

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 01.07.2025 - 05:39 AM
Share icon
Image

শেরপুর সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও শহর বিএনপির অন্যতম নেতা রাশেদুল ইসলাম রানা সম্প্রতি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং মানসিকভাবে সাহস জোগাতে সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে ছুটে যান।

ওই সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এবং শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ। তার সঙ্গে ছিলেন সাবেক জেলা বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বিএনপি'র সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, বিএনপি নেতা ফসিউল ইসলাম সুজন, সদস্য শামসুজ্জামান রিপন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির বিপুল, জেলা তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা, যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম হীরাসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সাবেক কাউন্সিলর রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতির বিষয়ে জানতে চান এবং তার পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওই সময় তারা রাশেদুল ইসলাম রানার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং সংকটময় এই সময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

দলীয় নেতাদের এমন খোঁজখবর ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন রানা ও তার পরিবার। 

নেতৃবৃন্দ বলেন, “রানা দীর্ঘদিন ধরে দলের প্রতি নিবেদিতভাবে কাজ করেছেন। তার সুস্থতা আমাদের সবার কাম্য। দলের দুঃসময়ে তিনি যেভাবে পাশে ছিলেন, আমরাও তার পাশে আছি।”

স্থানীয় রাজনীতিতে রাশেদুল ইসলাম রানা একজন পরিচিত ও সম্মানিত নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপি ও পৌর এলাকার জনসাধারণের জন্য কাজ করে আসছেন।

Share icon