এলডিসি থেকে উত্তরণে তিন সূচকেই বাংলাদেশের অগ্রগতি-শেরপুরে আনন্দ র্যালী
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 23.03.2018 - 12:56 AM
স্টাফ রিপোর্টার।। এলডিসি স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে ২২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, এলজিইডি, খাদ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, শেরপুর পৌর সভা, সমাজ সেবা অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করে। এসময় র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সম্পর্কে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাসুদ রানা। এসময় বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ আজ জনগণের কঠোর পরিশ্রমের ফসল। অর্থনীতির অগ্রযাত্রা টেকসই করতে উন্নয়নের প্রক্রিয়ায় সবাইকে যুক্ত রাখার উপর জোর দিতে হবে। এছাড়া সুশাসন সহ যেসব চ্যালেঞ্জ আছে সেগুলোতেও সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। এতে করে ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালে উন্নয়নশীল দেশে পর্দাপণ করবে সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। সেই সাথে দেশ এবং আমাদের জাতি হবে সুখী সম্মৃদ্ধি ও আত্মনির্ভরশীল।