শেরপুরে স্বাস্থ্য-পুষ্টি, মাতৃত্ব ও জেন্ডার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.05.2019 - 04:16 AM
Share icon
Image

স্টাফ রিপোর্টার।। শেরপুরে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

তিনি বলেন,বাল্যবিয়ে নিয়ে শুধু পরিবার পরিকল্পনা বিভাগ একা কাজ করছে না। আমরা সবাই মিলে কাজ করছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটিকে উত্তরণ করতে হবে। আশা করছি লক্ষমাত্রা অর্জনে আমরা সবাইকে পাশে পাবো। আর সফলতার মধ্য দিয়েই বাংলাদেশের মানচিত্রে শেরপুর জেলাকে সব দিক দিয়ে একটি উচ্চতর জায়গায় নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, ভিক্ষুকমুক্ত শেরপুর গড়তে ভিক্ষুকদের পুনর্বাসিত করতেও বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে।

কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. পীযুষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এ বি এম এহছানুল মামুন। জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইইএম ইউনিটের উপ-কর্মসূচি ব্যবস্থাপক ফখরুল আলম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোদাব্বের হোসেন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক আদিল উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সাহিত্য-সাংস্কৃিতিক সম্পাদক মারুফুর রহমান।

কর্মশালায় সাংবাদিকদের মাঝে আরও উপস্থিত ছিলেন, তালাপতুফ হোসেন মঞ্জু, দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য, মাসুদ হাসান বাদল, ইমরান হাসান রাব্বী প্রমুখ।

কর্মশালায় ৩০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় জানানো হয়, শেরপুর জেলায় ২৬ জন কর্মকর্তার স্থলে ৭ জন কর্মকর্তা থাকায়, মাঠপর্যায়ে উল্লেখিত কাজের মনিটরিং করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

যে কারণে জনসংখ্যা ও বাল্য বিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখা যাচ্ছে না।

অপরদিকে কর্মশালায় উপস্থিত সাংবাদিকরা এ বিভাগের মাঠ পর্যায়ে নাজুক অবস্থার কথা তুলে ধরে মাঠ পর্যায়ের তৎপরতা বাড়ানোর উপর বিষেশ গুরুত্বারোপ করেন।

Share icon