শেরপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ উপহার পেলেন সূর্যদীর ৪৭জন শহীদ পরিবার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 24.05.2020 - 09:34 AM
Share icon
Image

শেরপুর প্রতিনিধিঃ বরাবরের মতো এবারও শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে নির্মম ভাবে হত্যা হওয়া ৩৯ জন শহীদ পরিবারের সদস্য ও ৮ জন আহত পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী দিয়েছেন শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব। 

শনিবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী এ আহম্মেদ  উচ্চ বিদ্যালয় মাঠে ওইসব শহীদ পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের পক্ষে ঈদের উপহার সামগ্রী তাদের মাঝে তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তা  এনডিসি মোঃ মিজানুর রহমান। 

এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, সেমাই, প্যাকেট দুধ, চিনি ও সাবান। 

বিতরন শেষে শহীদ হওয়া পরিবারের সদস্যদের ও এ আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হাসেম, সমাজ সেবক উজ্জল আলম সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন এনডিসি মোঃ মিজানুর রহমান। 

উল্লেখ্য - প্রতি বছরের ২৪ শে নভেম্বর এ আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা যুদ্ধে হত্যা হওয়া ওইসকল শহীদদের স্মরণে স্মরণ সভা এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও সেসকল শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন সহায়তায় অনেকটা আনন্দ পান শহীদ হওয়া পরিবারের সদস্যরা।

Share icon