সিসিটিভির নজরদারিতে শেরপুর পৌর এলাকা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন অধ্যায়
মারুফুর রহমান, শেরপুর:২৩ ডিসেম্বর ২০২৫: শেরপুর পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু করেছে পৌরসভা। সোমবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (২৩ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দ্রুতগতিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
সিসিটিভি স্থাপন প্রসঙ্গে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। অপরাধ সংঘটনের আগে ও পরে তথ্য সংগ্রহ সহজ হবে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এছাড়াও সামনে জাতীয় নির্বাচন রয়েছে সে ক্ষেত্রেও স্বার্থে কাজে লাগবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় হবে।
এদিকে একই দিনে পৌর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আখেরি বাজার থেকে কইনাপাড়া সড়ক এবং জেলখানা মোড় থেকে মীরগঞ্জ অভিমুখী সড়কের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "উন্নত যোগাযোগ ব্যবস্থা নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি নগর ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগ পৌর এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। তবে শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচল রাখার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া রয়েছে। তাহলেই এ উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে।"
সিসিটিভি স্থাপন ও সড়ক উন্নয়ন কার্যক্রমের সার্বিক পরিচালনা ও বাস্তবায়নে ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
ঐ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ বজলুল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
সচেতন মহলের মতে, সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে সিসিটিভি ক্যামেরা শেরপুর পৌর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি নিরাপদ নগর গঠনে সহায়ক হবে।
