শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা'র পরিচিতি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি'র সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা'র পরিচিতি ও মাসিক সমন্বয় সভা অক্টোবর/২০২০ অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর শনিবার দুপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সভা হয়।
ইউনিয়ন পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ মোদাব্বের হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা মেডিকেল অফিসার সুস্মিতা দত্ত,
কামারিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ সায়েদা খাতুন, সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকসানা বেগম, বলাইরচর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী লায়লা আফরিন, কোরআন তেলাওয়াত করেন লছমনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাজী মোঃ গোলাম মোস্তফা, গীতা পাঠ করেন সদর উপজেলা পাকুরিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রিনা দত্ত।
এছাড়া অন্যান্যদের মধ্যে উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ,পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার কল্যাণ সহকারী ও চতুর্থ শেণীর কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. শারমিন রহমান অমি সমাপনী বক্তব্য দিয়ে সভার কার্য সমাপ্ত করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, দূর্নীতির সাথে কোন আপোষ নেই, যে বা যারাই দূর্নীতি করুক না কেন তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।