শেরপুরে জনউদ্যোগের ষাণ্মাসিক সভা: সামাজিক ও কৃষি কার্যক্রমে মনোযোগ

স্টাফ রিপোর্টার
রবি, 07.12.2025 - 03:10 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি শনিবার (৬ ডিসেম্বর) শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ষাণ্মাসিক কর্মপরিকল্পনা সভা সম্পন্ন করেছে। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ।

সভায় সদস্যসচিব হাকিম বাবুল বিগত ৬ মাসের কার্যক্রমের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। এরপর উপস্থিত সদস্য ও অতিথিদের কাছ থেকে আগামী ৬ মাসের কর্মসূচির জন্য প্রস্তাবনা আহ্বান করা হয়। 

আলোচনায় উঠে আসে:

★ কৃষকদের ন্যায্যমূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করা।

★ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতা বৃদ্ধি।

★ ভোটার সচেতনতা কর্মসূচি।

★ প্রয়াত ফটোগ্রাফার নীতিশ রায়ের ফটোগ্রাফি প্রদর্শন।

★ নৃ-জনগোষ্ঠীর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা।

★ পরিবেশ, নারী ও জনজাতি বিষয়ক বিভিন্ন কর্মসূচি।

★ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম।

সভায় সোলায়মান আহমেদ, এসএম আবু হান্নান, হারান চন্দ্র সাহা, আঞ্জুমানারা যুথী, আইরিন পারভীন, তপন সারোয়ার, কমল চক্রবর্ত্তী, আসাদুজ্জামান রূপম প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে উপস্থিত সকলকে শীতের ভাপা পিঠা ও পুলি পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি ও স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংস্থা জনউদ্যোগের কার্যক্রমে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share icon