শেরপুরে হাইব্রিড ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 18.11.2020 - 05:35 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার: শেরপুরে রোপা আমন মৌসুমে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রিড ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা কান্দাপাড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফএম মোবারক আলী। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

Image

বায়ার ক্রপ সাইন্সের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ চন্দন কুমার মিত্র জানান, এবার রোপা আমনে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রিড ধান আবাদ করে অন্য জাতের তুলনায় একর প্রতি প্রায় ২০ হাজার টাকা অতিরিক্ত লাভ পেয়েছেন কৃষকরা।

অ্যারাইজ এজেড ৭০০৬ আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল হাইব্রীড ধান। এবার সদর উপজেলার হরিণধরা গ্রামে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রিড ধান কেটে ১৪ শতাংশ আর্দ্রতায় শুকনা অবস্থায় গড় ফলন পাওয়া গেছে একর প্রতি ৭০ মণ।

বিএলবি বা পাতাপোড়া রোগ প্রতিরোধী এ ধানের গড় ফলন একরে ৫৫-৬৫ মণ। ১২৫-১৩৫ দিন জীবনকালের বন্যসহিষ্ণু এ ধান কেটে সহজেই সরিষা এবং আগাম রবিশস্য আবাদ করা যায়। যে কারণে কৃষক পর্যায়ে এ ধানের জনপ্রিয়তা বাড়ছে। 

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর রোপা আমনে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের ধান আবাদ হয়েছে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে। 


 

Share icon