শেরপুরে অবৈধ বালু উত্তোলনে ব্রিজের নিচে খালের জলধারা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে অবৈধভাবে শ্যালো মেশিনচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বালু দিয়ে ব্রিজের নিচে খাল ভরাট করার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী। ২২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বিএসসি, চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার চরপক্ষীমারী ও চরমোচারিয়া ইউনিয়নের কিছু প্রভাবশালী ব্যক্তি টাকিমারী ব্রিজের পাশ থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ ও বিক্রি করে আসছিল। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমিতে ভাঙনের সৃষ্টি হওয়ার পাশাপাশি ধীরে ধীরে ব্রিজের নিচে খাল ভরাট হতে থাকে। এক পর্যায়ে ব্রিজের নিচে প্রায় সম্পূর্ণ অংশ ভরাট করে ফেলে বালু উত্তোলনকারীরা। এতে বৃষ্টি ও বন্যার পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে জানান স্থানীয়রা। যে কারণে আগামী মৌসুমে আশেপাশের প্রায় ১ হাজার একর জমির চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেইসাথে হুমকিতে পড়েছে খালেরপাশে থাকা শিল্পকারখানাও।
স্থানীয় চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ জানান, এভাবে বালু উত্তোলন করে খালের পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তাই প্রশাসনের কাছে দ্রুত এ সমস্যার সমাধান চান তারা।
খালের পানি বন্ধের বিষয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী এরশাদ হোসেন জানান, তার জমিতেই তিনি বালু উত্তোলন করছেন। তিনি খালের পানি প্রবাহ বন্ধ করেননি।