আ'লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন শেরপুরের শামীম

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 04.01.2021 - 05:46 PM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নবগঠিত উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শেরপুরের শ্রীবর্দী উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ডি.এম গোলাম রাব্বানী শামীম।

প্রকৌশলী ডি.এম গোলাম রাব্বানী শামীম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার তাতীহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ দবির উদ্দিন ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা। 
 
প্রকৌশলী ডি.এম গোলাম রাব্বানী শামীম প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্বাচিত হলেন। এছাড়াও তিনি বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকৌশলী শামীম রুয়েটের ছাত্র থাকাকালীন শহীদ লেফটেন্যান্ট সেলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ১/১১ এর সময় সক্রিয় ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে অংশ নিয়েছিলেন।

পরবর্তিতে ২০০৮ সালে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংঘটিত ছাত্র আন্দোলনে অংশ নেয়ায় নির্যাতনের শিকার হন এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটেন। 

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নবগঠিত উপকমিটির সদস্য নির্বাচিত হয়ে প্রকৌশলী ডি. এম গোলাম রাব্বানী শামীম জানান, বাংলাদেশ আওয়ামী লীগ যে তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রাখছে এবং তরুণদের কাজ করার সুযোগ দিচ্ছে সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

তিনি আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ও মিশন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। একই সাথে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে আমার পক্ষ হতে সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

 

Share icon