শেরপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন- সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 27.02.2021 - 05:09 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসব মুখর পরিবেশে শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। 

এ নির্বাচনে একটি মাত্র পদ সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যারা প্রতিদ্বন্ধিতা করেন তারা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও যমুনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল । 

ভোট গণনা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপির উপস্থিতিতে প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শরিফুর রহমান জানান, শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৭৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজিত প্রার্থী আদিল মাহমুদ উজ্জল বিজয়ী প্রার্থী মেরাজ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া অন্যান্যের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ওই সভার সিদ্ধান্ত মোতাবেক ২৭ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা বসে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

Share icon