শেরপুরের নকলায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 03.03.2021 - 01:37 AM
Share icon
Image

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা এলাকায় বিনা সরিষা-৪ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

এ মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরীন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার সুজন দেবনাথসহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে উপজেলায় ১,৬৭৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো। কিন্তু কৃষকদের আগ্রহ ও কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা দেওয়ার ফলে লক্ষ মাত্রার চেয়ে অর্জন ১৭৫ হেক্টর বেড়ে চুড়ান্ত অর্জন হয়েছে ১,৮৫০ হেক্টর।

এবার সরিষার ফলন বেশি হওয়ায় ও দাম ভালো থাকায়, কৃষকদের মুখ হাসি ফুটে ওঠেছে।

Share icon