অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার - শেরপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 20.08.2021 - 08:39 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে বর্তমানে কোন আইপি টিভির অনুমোদন নেই। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ শুক্রবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে সাতশো আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। কিছু নিবন্ধন দেওয়া হয়েছে, বাকীগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।

এসময় প্রতিমন্ত্রীর সাথে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Share icon