শেরপুরে জনশুমারি ও গৃহগণনার প্রচারণায় বিএনসিসির শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
বুধ, 08.06.2022 - 02:07 PM
Share icon
Image

শেরপুরে "জনশুমারি ও গৃহগণনার তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন" এ শ্লোগানকে সামনে রেখে  আগা মী ১৫ থেকে ২১ জুন ৬ষ্ট জনশুমারী ও গৃহগণনার প্রচারাভিযানের অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের শেরপুর জেলার ডেল্টা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য এ শোভাযাত্রা উদ্বোধন করেন শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর দেবতোষ কুমার নিয়োগী, পরিসংখ্যান অফিস এর  উপ-পরিচালক জনাব মুসফিকুর রহমান, ৩ টি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও সামরিক প্রশিক্ষক। গেইট থেকে শুরু হওয়া এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর সরকারী মহিলা কলেজে গিয়ে শেষ করা হয়। 

এসময় শহরের বিভিন্ন মোড়ে জনশুমারি ও গৃহগণনার প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়।

Share icon