শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দিনব্যাপী চাকুরী মেলা বিদায় শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠিত
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ৭ম পর্বের বিদায় শোভাযাত্রা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবহারিক পরীক্ষা এবং বিদায় সবংর্ধনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় সপ্তম পর্বের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমিক ভবনের সম্মুখ হতে শুরু হয়ে এটিআই ক্যাম্পাস সহ শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
পরে শিক্ষার্থীদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দশটি দল বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার বিচারকমন্ডলীর সামনে উপস্থাপন করে। ব্যবহারিক পরিক্ষার অংশ হিসেবে উপস্থাপনকৃত খাবার পরীক্ষা শেষে বিচারকমন্ডলী তিনটি দলকে পুরষ্কৃত করেন।
এরপর উক্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. সাইফুল আজম খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ জনাব কাজী আমজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের মুখ্য প্রশিক্ষক, সিনিয়র প্রশিক্ষক, প্রশিক্ষক ও উপ সহকারী প্রশিক্ষকগণ। বক্তারা শিক্ষার্থীদের জীবন গঠণমূলক বিভিন্ন কার্যকরী উপদেশ প্রদান করেন।
অন্যদিকে একই দিনে উক্ত কৃষি ডিপ্লোমা কোর্সের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকুরীতে প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অভিলক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিনজেন্টা, বায়ার ক্রপস সায়েন্স, লালতীর, এসিআই, সুপ্রীম সীড, অটো ক্রপ কেয়ার লিমিটেড, ফাস্ট ফারমার এগ্রোসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রতষ্ঠানসমূহ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদদের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল আজম খান বলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে দক্ষ ও উপযুক্ত ডিপ্লোমা কৃষিবিদ তৈরি করছে। এরই ধারাবাহিকতায় মানসম্মত পাঠদানের পশিাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের দিকেও দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ। ইত:মধ্যে উক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ডেনমার্কে ইনটার্নি করার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন পর্বের শিক্ষার্থী কর্তৃক পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়।