শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 15.08.2023 - 07:05 PM
Share icon
Image

 যথাযোগ্য মর্যাদায় শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার  (১৫ আগষ্ট) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।

সকাল ৯ টায় কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম,  পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

পরে একটি শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে  বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

Share icon