সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
১৭ আগস্ট ২০০৫ সালে একযুগে রাজধানীসহ গোটা দেশের ৬৩ টি জেলার ৪০০ টি স্থানে ৫০০ টিরও বেশি সিরিজ বোমা হামলা চালায় উগ্রবাদী সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জিএমবি)। এরপর থেকে প্রতিবছর ১৭ আগস্ট এইদিনে পালিত হয় সিরিজ বোমা হামলা দিবস।
এরই ধারাবাহিকতায় শেরপুরে ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে শেরপুর জেলা আওয়ামী যুবলীগ ও জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রথমে থানারমোড়রস্থ বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হয়।এরপর থানারমোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের নিউমার্কেট,গোয়ালপট্টি, ডিসিগেট,কলেজমোর,খরমপুর হয়ে ও বঙ্গবন্ধু স্কোয়ারে ফিরে আসে।
বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে বক্তব্য রাখে, জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেরপুর পৌরসভা মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ১নং কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ,জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।