শেরপুর পৌর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সোম, 19.02.2024 - 12:12 AM
Share icon
Image

শেরপুর পৌর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ ও যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুই সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

২ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি হয়েছেন মোঃ শাহেদুর রহমান (চঞ্চল) ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো: আবু বকর সিদ্দিক সাদ্দাম।

প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটিকে আগামী ০৩ (তিন) বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও আগামী ০৭ (সাত) দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শেরপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় কমিটি বিলুপ্ত ঘোষিত হবে বলেও সতর্ক করা হয়েছে।

Image

এ ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি মোঃ শাহেদুর রহমান (চঞ্চল) জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত ও গতিশীল করতে তৎপর রয়েছি। এখন নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

Share icon