শেরপুরে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস পণ্যসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার
শুক্র, 14.06.2024 - 01:47 AM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১২ জুন বুধবার রাতে রাংটিয়া এলাকায় অভিযান করে  ৪ হাজার ১৪০ পিছ ভারতীয় সাবান, ৯৬ পিছ স্প্রে ও ২৮০ পিছ ক্রীম জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ ৪৬ হাজার ৪৪০ টাকা।

গ্রেফতারকৃত হলেন, শেরপুর সদর উপজেলার বালিয়া এলাকার ফরহাদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (৩০), শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকার মৃত আমিজলের ছেলে মো. আনোয়ার (২৩), রাজধানী ঢাকার কামরাঙ্গিরচর থানার নয়াগাঁও এলাকার মৃত ইব্রাহিম শিকদারের ছেলে মো. ইউসুফ (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।

Image

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলী জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকসের মধ্যে ৪১৪০ পিছ সাবান যার প্রতিটির মূল্য ১৫০ টাকা হারে মোট ৬ লাখ ২১ হাজার টাকা, ৯৬ পিছ স্প্রে যার প্রতিটির মূল্য ৯০ টাকা হারে মোট ৮ হাজার ৬৪০ টাকা, ২৮০ পিছ ক্রীম ৬০ টাকা হারে মোট ১৬ হাজার ৮০০ টাকা। এছাড়াও জব্দকৃত নীল রংয়ের পিক-আপের রেজি:নং ঢাকা মেট্রো ন- ১৭-৩৬৩৪।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলী। সাথে ছিলেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই হরিপদ চন্দ্র পাল, কনস্টেবল ফয়সাল আহম্মেদ, পারভেজ হোসেন, রেজাউল করিম, কাওসারুল ইসলাম ।

এ ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share icon