শেরপুরে ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
সোম, 14.04.2025 - 02:45 PM
Share icon
Image

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।

ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সারা দেশের ন্যায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাদকদলের ব্যান্ডের তালে তালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী'র মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

Image

শোভাযাত্রায় বাঙালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, বাঙালীর নানা ঢংয়ের পোষাক, হাতপাখা, একতারা, নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন সহ গ্রাম-বাংলার বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন মুখোশ পড়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মেলায় স্থাপিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টলসমূহ সরজমিনে পরিদর্শন করেন তারা।

পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

Share icon