শেরপুর চেম্বার নির্বাচনে পরিচালক পদে দিদার, ব্যবসায়ীদের আস্থা তাঁর প্রতি

স্টাফ রিপোর্টার
শুক্র, 08.08.2025 - 11:43 PM
Share icon
Image

আসন্ন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫-এ সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপরিচিত ব্যবসায়ী নেতা দিদারুজ্জামান সিদ্দিকী দিদার। তিনি ১১ নম্বর ব্যালটে ভোটপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দিদারুজ্জামান দিদার মেসার্স হাসান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী। তিনি বর্তমানে শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং শেরপুর পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন চেম্বার নির্বাচনে তাঁর প্রার্থীতা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক ব্যবসায়ীরা জানান, “দিদারুজ্জামান দিদার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সমস্যা বা সংকটে তাঁকে পাশে পাওয়া যায়। তিনি স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ এবং ব্যবসায়ী সমাজের ন্যায্য দাবি আদায়ে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।”

তাঁরা আরও বলেন, “চেম্বার পরিচালনায় দিদারুজ্জামান দিদারের মতো দক্ষ, পরিচ্ছন্ন ও অঙ্গীকারবদ্ধ প্রতিনিধি প্রয়োজন। তাঁর নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে দিদার বলেন, “ব্যবসায়ীদের অধিকার আদায়, সমস্যা সমাধান ও সুযোগ সৃষ্টি, এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েই আমি কাজ করতে চাই। আসন্ন ২২ আগস্ট নির্বাচনে ১১ নম্বর ব্যালটে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে কাজের সুযোগ দিন।”

তিনি জানান, নির্বাচিত হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি সহায়তামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলবেন, যাতে তারা সহজে ব্যবসা পরিচালনা করতে পারেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব নীতিমালা বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেবেন।

উল্লেখ্য, আসন্ন ২২ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক  নির্বাচনকে ঘিরে জেলায় ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীদের প্রচারণা জোরদার হচ্ছে এবং ব্যবসায়ী মহলে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।

Share icon