চেম্বার নির্বাচনে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চান রাশেদুল হোসেন ডিয়ার

আসন্ন ২২ আগস্ট অনুষ্ঠিতব্য শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫-এ সাধারণ ক্যাটাগরির পরিচালক পদে প্রার্থী হয়েছেন ব্যবসায়ী নেতা মো. রাশেদুল হোসেন ডিয়ার। তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।
মেসার্স রাণী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী রাশেদুল হোসেন ডিয়ার বর্তমানে শেরপুর জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সমস্যা সমাধানে আমি সবসময়ই সচেষ্ট। পরিচালক হিসেবে সুযোগ পেলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “চেম্বারকে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে ব্যবসায়ীদের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি।”
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এলপিজি, খুচরা ও পাইকারি ব্যবসায় সম্পৃক্ত এই তরুণ নেতার মাধ্যমে চেম্বারে আসবে নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যকর উদ্যোগ।