র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 12.08.2025 - 05:30 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে (৪২) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১৪ এর অভিযানে শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে বাবুলকে আটক করা হয়।

র‌্যাব-১৪ জানায়, বাবুলের বিরুদ্ধে ২০১৯ সালে সরিষাবাড়ী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। গ্রেফতারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রাণঘাতী দেশীয় অস্ত্র এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও বাবুলের নামে দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি করেছিল।

র‍্যাব-১৪ আরও জানায়, আসামি দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share icon