শেরপুর জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটি অনুমোদন

মারুফুর রহমান, শেরপুরঃ
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শেরপুর জেলা শাখার নতুন কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরী স্বাক্ষরিত অনুমোদনপত্র হাতে পান জেলা কমিটির নেতারা।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কার্যকরী কমিটি বাতিল করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শহরের নারায়ণপুর এলাকার মের্সার্স রাবেয়া ফার্মেসীর মালিক ও বিএনপি নেতা মো. রমজান আলী। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রঞ্জন কুমার সাহা এবং সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন। এছাড়াও ১৪ জন সদস্য পদে অনুমোদন পেয়েছেন জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকগণ।
নতুন সভাপতি মো. রমজান আলী বলেন, “কেন্দ্রীয় কমিটি আমাদের প্রতি আস্থা রেখেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। আমরা ওষুধ ব্যবসায়ীদের সঠিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।”
অনুমোদনের পর নতুন কমিটির নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।