আগামীকাল থেকে জামালপুরে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 01:25 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। এ বছর জামালপুরে ৭টি উপজেলার ৫০টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জামালপুর সদর উপজেলার ১২টি কেন্দ্রে ১২৩৪২ জন জেএসসি ও ৩টি কেন্দ্রে ১৪৩৯ জন জেডিসি, সরিষাবাড়ী উপজেলার ৫টি কেন্দ্রে ৩৭২২ জন জেএসসি, ২টি কেন্দ্রে ৬৩৭ জন জেডিসি, মাদারগঞ্জ উপজেলার ৪টি কেন্দ্রে ৪৭২৮ জন জেএসসি, ১টি কেন্দ্রে ৮০৮ জন জেডিসি, দেওয়ানগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে ৩১৬৩ জন জেএসসি, ১টি কেন্দ্রে ৭৩১ জন জেডিসি, ইসলামপুর উপজেলার ৪টি কেন্দ্রে ৩২২১ জন জেএসসি, ২টি কেন্দ্রে ৯৪৫ জন জেডিসি, মেলান্দহ উপজেলায় ৬টি কেন্দ্রে ৫৪৫০ জন জেএসসি, ২টি কেন্দ্রে ৭৪৫ জন জেডিসি ও বকশীগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে ২৭৬৭ জন জেএসসি, ১টি কেন্দ্রে ৭৬১ জন জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। জেলার মোট পরীক্ষার্থী ৪১৪৪৯ জন। যার মধ্যে ৩৫৩৮৩ জন জেএসসি ও ৬০৬৬ জন জেডিসি পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। গত বছরের চেয়ে এ বছর ১৫১৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় তুলনামুলক বেশি অংশগ্রহন করেছে।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, পরীক্ষার জন্য সব রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশা করি পরীক্ষার্থীরা এ বছর ভাল ফলাফল অর্জন করবে