জমিদার আমলের ঐতিহ্যবাহী ‘রং মহল’ এখন জ্ঞানের বাতিঘর: আধুনিক লাইব্রেরিতে রূপ নিল দুই শতাব্দীর ইতিহাস

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 27.01.2026 - 10:35 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর | ২৭ জানুয়ারি ২০২৬
শেরপুরের প্রায় পৌনে দুইশ বছরের পুরনো ঐতিহাসিক “রং মহল” ভবনটি এখন নতুন পরিচয়ে জ্ঞানের বাতিঘর। এক সময় জমিদার আমলে প্রশাসনিক কাজে ব্যবহৃত এই ঐতিহ্যবাহী স্থাপনাটি সংস্কার করে গড়ে তোলা হয়েছে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর আধুনিক ডিপার্টমেন্টাল লাইব্রেরি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লাইব্রেরিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধন শেষে তিনি লাইব্রেরি পরিদর্শন করেন এবং বলেন, কৃষি শিক্ষার মানোন্নয়নে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা অপরিহার্য। প্রশিক্ষণার্থীদের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিআই-এর অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

Image

এটিআই-এর অধ্যক্ষ ড. সালমা লাইজু বলেন, “এটিআই প্রাঙ্গণে জমিদার আমলের ‘শীষ মহল’ নামে একটি পুরনো ভবন ছিল। সেটি সংস্কার করে এই ডিপার্টমেন্টাল লাইব্রেরি চালু করা হয়েছে। লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারবে। ভবিষ্যতে আরও বই সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।”

এদিকে ঐতিহাসিক ভবনটিকে নতুনভাবে জ্ঞানচর্চার কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগকে জেলার সচেতন মহল সাধুবাদ জানালেও অনেকে মনে করছেন, রং মহলের আদি সৌন্দর্য ও ঐতিহ্য সংরক্ষণে আরও যত্নবান হওয়া প্রয়োজন। নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস উপস্থাপনে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

Share icon