জামালপুরে সনাক-টিআইবি’র জলবায়ু পরিবর্তন বিষয়ক মানববন্ধন অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 30.10.2017 - 03:19 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ “জলবায়ু অর্থায়নে ঋন নয় অনুুদান চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সনাক’র আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আগামী নভেম্বরে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য (কপ-২৩) সম্মেলনকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের দাবি উত্থাপনের জন্য সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জামালপুরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। আজ বিকেলে দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কমর্সূচীতে বক্তব্য রাখেন সনাক সভাপতি মাসুদা আক্তার, সনাক সদস্য অধ্যাপক মীর আনসার আলী, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, শুভ্র মেহেদী, স্বজন সদস্য রাসেল মিয়া, আসমাউল আসিফ টিআইবি’র কর্মকর্তা মো: মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী, হাবিবুর রহমান নোমান প্রমুখ। মানববন্ধনে জলবায়ু পরিবর্তন বিষয়ক টিআইবি’র দাবি সম্বলিত এক ধারনাপত্র উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা জলবায়ুর বিরুপ প্রভাবের জন্য উন্নত বিশ^কে দায়ী করে তাদের কাছে ক্ষতিপূরন হিসেবে ঋনের পরিবর্তে শর্তহীন অনুদান দাবী করেন।
Share icon