জামালপুরে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের সচেতনতা বিষয়ক কর্মশালা

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 30.10.2017 - 03:27 PM
Share icon
  এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের দরবার হলে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক। কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সহকারী পুলিশ সুপার ইউনুছ আলী মিয়া, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ব্র্যাক মেজনিন প্রকল্প কর্মকর্তা কাজী শাহানা, মিতু দেবনাথ,জহিরুল আকন্দ, শিক্ষার্থী ইমরান জাহান নুপুর, রোকসানা আক্তার রিয়া, মেহেদী হাসান প্রমুখ। এসময় বক্তারা যৌন হয়রানি প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে সকল কে এক হয়ে কাজ করার পাশাপাশি, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। কর্মশালায় শিক্ষক, আইনজীবি, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক সহ সুধী মহলের প্রতিনিধি অংশ গ্রহন করেন।
Share icon