জামালপুরে ইজিবাইকে ওড়না পেচিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 30.10.2017 - 03:36 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর (প্রভাতী শিফটের) বিজ্ঞান বিভাগ (খ) শাখার শিক্ষার্থী মাইদা আফরোজ অন্তুর ইজিবাইকে ওড়না পেচিয়ে মুত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে শরিফপুর ইউনিয়নের বানেরপাড় মুকুল বাজার এলাকায় তার জানাযা অনুষ্ঠিত হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর নিজবাড়ী হতে জামালপুরে আসার পথে জয়রামপুর রাইসমিল এলাকায় ইজিবাইকে উঠলে ইজিবাইকের মাঝের সিটের ফাকা জায়গা দিয়ে গলার ওড়না পেচিয়ে যায়। পরে শিক্ষার্থী মাইদা আফরোজ অন্তু গুরুত্বর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
এ দুর্ঘনায় ওই শিক্ষার্থীর গলার হাড় (স্পাইনাল) ভেঙ্গে যায়। গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে গলার হাড় প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হয়। এরপর থেকে ওই শিক্ষার্থী আইসিউতে ভর্তি ছিল। ২৯ অক্টোবর রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থী আইসিউেিত ভর্তি থাকা অবস্থায় মুত্যুবরণ করে।
বিষয়টি নিয়ে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে স্কুল কর্তৃপক্ষ তার আত্মার মাগফেরাত কামনায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করে। পারিবারিক সূত্রে জানা যায়, শরিফপুর ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী আকন্দ রঞ্জিতের ও সুলতানা রাজিয়ার মেয়ে মাইদা আফরোজ অন্তু।###
ছবি-০৩ ক্যাপশন: