শেরপুরে শিশু ধর্ষণ মামলার ডিএনএ টেস্টের অনুমতি
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 30.10.2017 - 09:28 PM
স্টাফ রিপোর্টার ॥ শেরপুর, ৩০ অক্টোবর \ শেরপুরের পল্লীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশু (১১) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় এবার ধর্ষিতার পরিধেয় কাপড়-চোপড়, পায়জামা ও সালোয়ার কামিজে লেগে থাকা আলামতসহ আসামী জসিম উদ্দিনের (২৭) ডিএনএ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই অনুমতির আদেশ দেন। রবিবার সন্ধ্যায় ওই মামলায় একমাত্র আসামী ধর্ষক জসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শুভ্র সাহা জানান, ওই শিশুকে ধর্ষণ সংক্রান্তে প্রত্যক্ষদর্শীসহ যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকার পরও ধর্ষিতা শিশুর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোন আলামত না পাওয়ার বিষয়ে মতামত পাওয়ার কারণেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৬ অক্টোবর বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামের হাতু মিয়ার ছেলে ২ সন্তানের জনক জসিম উদ্দিন (২৭) স্থানীয় হতদরিদ্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে (১১) জোরপূর্বক একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পরদিনই ধর্ষিতা শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়ায় প্রভাবশালী মহলের যোগসাজসে আরএমও ডাঃ নাহিদ কামাল কেয়ার বিরুদ্ধে তার ডাক্তারী পরীক্ষার রিপোর্ট প্রদানে ষড়যন্ত্র ও অনিয়মের অভিযোগ উঠে।