শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ১যুবক নিহত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 06:50 PM
Share icon
  জি এইচ হান্নান।। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সাধন চন্দ্র বর্মন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।   ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত সাধন চন্দ্র বর্মন দহেরপাড় গ্রামের বিরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে। জানা যায়, সাধন চন্দ্র বর্মন তার বসত ঘরের মাল্টিপ্লাগ মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়।   পরে সাধনের স্ত্রী ঘরে প্রবেশ করে তাকে বিদ্যুতায়িত দেখে চিৎকার দিলে পাশপাশের লোকজন এসে সাধন চন্দ্র বর্মনকে তাৎক্ষিক উদ্ধার করে শ্রীবরদী স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীবরদী থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share icon