শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 07:02 PM
সময় ডেস্ক।। শেরপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ৩০ অক্টোবর সোমবার “পয়ঃ বজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সোমবার সময় ১১ টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালীবের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সাবান দিয়ে হাত ধুয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলাল উদ্দিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি মঞ্জুর আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও নেজামূল হক, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।