শেরপুরের নালিতাবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 07:15 PM
স্টাফ রিপোর্টার ॥ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় চারটি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার এবং সবজি ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরে ৮০০ জন কৃষকের জন্য পুনর্বাসন কর্মসূচির উপকরণ বরাদ্দ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের ৫০ জন, যোগানিয়া ইউনিয়নের ১০০ জন, বাঘবেড় ইউনিয়নের ৫০ জন এবং কলসপাড় ইউনিয়নের ১০০ জনসহ মোট ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এর মধ্যে সরিষা চাষের জন্য ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার রয়েছে। এছাড়া সবজি চাষের জন্য ১০০ গ্রাম মূলাশাক, ১০০ গ্রাম লালশাক, ১০০ গ্রাম পালংশাক ও ৫০ গ্রাম মিষ্টিকুমড়ার বীজ বিতরণ করা হয়। পরবর্তীতে বাকী ৫০০ জন কৃষকদের বোরো ধান ও সবজি চাষের জন্য উপকরণ প্রদান করা হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্র জানিয়েছে।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসময় উপজেলা নির্বাহী কর্মকতা তরফার সোহেল রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুম কৃষ্ণচূড়ায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুস সবুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলার দপ্তর বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষি কমিটির সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমূখ।