শেরপুরের নালিতাবাড়ীতে স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 31.10.2017 - 07:26 PM
Share icon
স্টাফ রিপোর্টার॥ ‘‘পয়: বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই শ্লোগান কে সামনে রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।   উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।   পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল কর্মকর্তা তারভীর ইবনে কাদের, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক বাবুল আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
Share icon