শেরপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বর্ণপদক পেলেন মিজান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 08.11.2017 - 08:51 PM
Share icon
  স্টাফ রিপোর্টার ।। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে শেরে বাংলা স্বর্ণ পদক-২০১৭ পদক পেলেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিঞা। সার্ক গঠিত আন্তর্জাতিক সংগঠন এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস্ এবং কালচারাল ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে তাকে ওই স্বর্ণপদক প্রদান করে। ৬ নভেম্বর রাজধানী ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার মিলতনায়তনে ‘মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপির হাত থেকে ওই পদকসহ সমাজসেবায় গৌরবময় অবদানে স্বীকৃতিস্বরূপ সনদপত্র গ্রহণ করেন মিজানুর রহমান। ওইসময় সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী দিদার বখত, সংগঠনের সভাপতি রিন্টু আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   এ উপলক্ষে ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে ভেলুয়া ইউনিয়নবাসীর উদ্যোগে এক আনন্দ র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে স্থানীয় মিজানবাজারে এক আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যসহ সর্বসাধারণ শেরে বাংলা স্বর্ণপদকপ্রাপ্ত এ চেয়ারম্যানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।   সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি মোঃ হামিদুল্লাহ তালুকদার। সভায় সভাপতিত্ব করেন ভেলুয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক। সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম মোহন মাস্টার, আনোয়ারুল হক মাস্টার, ডাঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মাস্টার, মোঃ হোসেন আলী, মোঃ রুমি মিয়া, সাংবাদিক জুবায়ের রহমান, মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত বিডিআর জামাল উদ্দিন, গোলাম মোস্তুফা প্রমুখ। ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঞা গণমানুষের নিবেদিত সমাজ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন বলে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।   মিজানুর রহমান মিঞা বলেন, আজীবন নিজেকে গণমানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই। মানুষের ভালবাসা, ইউপি সদস্যদের আন্তরিকতা, সরলতা ও একনিষ্ঠতার কারণেই জেলায় শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি। এ অর্জন আমার নয়, এ অর্জন সমস্ত ইউনিয়নবাসীর। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাংস্কৃতিক গোষ্ঠীর গান ও নৃত্য পরিবেশনায় ফুটে ওঠে এক মনোমুগ্ধকর পরিবেশ। মুখরিত হয়ে ওঠে এলাকায়।
Share icon