সাতই মার্চের ভাষণ ইউনেস্কো মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড স্মীকৃতি ॥ জামালপুরে জেলা ছাত্রলীগের আনন্দ র্যালী
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 04:18 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ওয়াল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কোতে স্মীকৃতি পাওয়ায় আনন্দ র্যালী করেছে জামালপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
০১ নভেম্বর বুধবার বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে সাতই মার্চের ভাষন ওয়াল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কোতে স্মীকৃতি পাওয়ায় শহরের বকুলতলা চত্বর থেকে এক আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ্যাড. জাবেদুল ইসলাম জাবেদ, বি এম রাজন, যুগ্মসাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম শোভ, শহর ছাত্রলীগের সভাপতি নূরহোসেন আবাহানী প্রমূখ।