জামালপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 04:49 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ “যুবকদের জাগরণ’ ‘বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১ নভেম্বর বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। জামালপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে শহরে বর্ণাঢ্য যুব র্যালী বের হয়।
এতে অংশ নেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের যুব প্রতিনিধিসহ জেলার ন্যাশনাল সার্ভিসের যুব গণ। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল সাবরিন (সার্বিক) এর সভাপতিত্বে ও তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত করিম, সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণের ডেপুটি কো-অডিনেটর মোঃ মিজুনুর রহমান প্রমূখ।
বক্তারা দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করে নিজের পরিবার ও কর্মসংস্থানে আত্মনিয়োগের মাধ্যমে বিশে^র উন্নত দেশের ন্যায়, বাংলাদেশকে সমৃদ্ব করতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। যুবকদের মধ্যে যারা প্রশিক্ষণ নিচ্ছে ও প্রশিক্ষণ সম্পন্ন করেছে তাদেরকে কাজে দক্ষতার পাশাপশি মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে যুবকদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।