স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের সদস্য জাকারিয়া বিষুকে (৪০) লাঞ্ছিত করার অভিযোগে এবার পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান (৪৫) সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়ের হয়েছে। ১ নভেম্বর বুধবার দুপুরে সদস্য বিষু বাদী হয়ে ওই মামলাটি দায়ের করলে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যানের চাচাত ভাই কামাল হোসেন (৩৫), মোঃ হাসান (৩২) এবং আত্মীয় রিপন (৩০) ও মিন্টু (৩৫)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের ওই আদেশ থানায় পৌঁছেনি। অন্যদিকে ওই মামলার ঘটনা অস্বীকার করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, প্রায় ২ মাস ধরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সাথে সদস্য জাকারিয়া বিষুর বনিবনা হচ্ছিলো না। এরই জের ধরে তাকে পরিষদে যেতে নিষেধ করাসহ হুমকী দেওয়া হয়।
ওই অবস্থায় ২৩ অক্টোবর দুপুর ১টার দিকে জেলা পরিষদ অফিসে গিয়ে ওই ভবনের নিচ তলাস্থ প্রকৌশল শাখায় কয়েকটি প্রকল্পের খোঁজ নিতে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে তার সাথে থাকা অন্যান্যরা বিষুর উপর অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে তারা বিষুর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলে, পিঠের কয়েক জায়গায় কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করে এবং তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই অবস্থায় খবর পেয়ে কয়েকজন স্বজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং সেদিন রাতেই জেলা পরিষদ চেয়ারম্যান রুমানসহ ওই ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু সেই অভিযোগর পাওয়ার পরও থানা পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় আদালতে ওই নালিশী মামলা দায়ের করা হয়।
অন্যদিকে ওই মামলার ঘটনা সম্পর্কে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুর কবীর রুমান বলেন, ঠিকাদারি কোন বিষয় নিয়ে জেলা পরিষদের বাইরে সদস্য বিষুর বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। তবে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় সদস্য বিষুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এজন্য সে উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় করতে মামলাসহ নানা মিথ্যাচার চালাচ্ছে।
শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান রুমানের বিরুদ্ধে মামলা
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 05:29 PM