শেরপুরের নকলায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ।।  অনুপস্থিত ৬৪

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.11.2017 - 06:43 PM
Share icon

নকলা (শেরপুর) প্রতিনিধি ।। সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলায় ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় শান্তিপূর্ণভাবে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়ে কোন অনাকাঙ্খীত ঘটনা ছাড়াই দুপুর একটায় প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেএসসি এবং জেডিসি’তে মোট ৬৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।   তারমধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ৪৮ জন এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী ১৬ জন ছিল অনুপস্থিত।   কেন্দ্র সূত্রে জানা গেছে, স্কুল শাখার একটি কেন্দ্রসহ মোট ৫টি ভ্যানুতে ৩ হাজার ৪৯১ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় (বাংলা প্রথম পত্রে) পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৩৫৭ জন; তার মধ্যে ৪৮ জন অনুপস্থিত। মাদরাসা শাখার  একটি কেন্দ্র ভ্যানুতে ৭৩১ জন জেডিসি পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় (কুরআন মাজীদ ও তাজভীদে) পরীক্ষার্থী ছিলো ৬৮৪ জন, তার মধ্যে অনুপস্থিত ছিলো ১৬  পরীক্ষার্থী।   কোন অনাকাঙ্খীত ঘটনা ছাড়াই উপজেলার ৬টি ভ্যানুতে শান্তি পূর্ণ ভাবে প্রথম দিনের জেএসসি এবং জেডিসি পরীক্ষা শেষ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ঠদের প্রতি সন্তুষ প্রকাশ করেছেন।
Share icon