জামালপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 03.11.2017 - 06:47 PM
Share icon
  এস.এম হোসাইন আছাদ, জামালপুর প্রতিনিধি ॥ “সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই প্রতিপাদ্যে জামালপুরে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর অফিস জামালপুর কর অঞ্চল-ময়মনসিংহ আয়োজনে শহরের পুরাতন পৌরসভাগেই এলাকায় কর অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   জামালপুর কর অঞ্চল-ময়মনসিংহ সার্কেল-৭ এর সহকারী কর কমিশনার নাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও আয়কর মেলার উদ্বোধন করেন সাবেক ভ’মিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।   এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভার প্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন, জেলা আয়কর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আজিজুল হক প্রমূখ।   বক্তারা আয়করে মানুষকে উৎসাহিত করতে আয়কর বিষয়ে ব্যপক প্রচার চালানোর পরার্মশ প্রদান করেন। মানুষ যাতে আয়কর প্রদানে ভিতু না হয় বা কোন প্রকার হয়রানির শিকার না হয় সেই দিয়ে লক্ষ্য রাখতে আয়কর অফিসের কর্মকর্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানানো হয়। যাতে করে নতুন নতুন আয়কর দাতাদের সংখ্যা বৃদ্ধিপায় এবং আয়কর প্রদানে মানুষ উৎসাহিত হয়। এই মেলা ২ নভেম্বর হতে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিনের মেলায় মানুষের ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আয়কর দিতে দেখা গেছে। আয়কর আদায়ে অঞ্চল ভেদে জেলায় ১২ সার্কেল ভাগ করে আয়কর গ্রহন করা শুরু হয়েছে।
Share icon