শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 06.11.2017 - 12:13 PM
স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলায় ‘মহান বিজয় দিবস’-২০১৭ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা ৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি’র মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারি, স্বায়িত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শাররীক কসরত অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহণ করবেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে শহীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে।
এছাড়াও শেরপুর পৌরসভা কর্তৃক শহরের বিভিন্ন মোড়ে এবং রাস্তাপার্শ্বে সড়ক দীপে ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে। দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হবে। ওই দিন দুপুরে জেলাকারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
অপর দিকে বিকেল ৪ টায় শহীদ স্মৃতি স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ, জেলা আইনজীবি সমিতি বনান শেরপুর প্রেস ক্লাব, শেরপুর চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ বনাম সাংস্কৃতিক সংগঠন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি বনাম কলেজ শিক্ষক সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়াও নৌকা বাইচ, কাবাডি, মহিলাদের চেয়ার খেলাসহ বিভিন্ন খেলা-ধূলার আয়োজন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামে উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মিথুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম হিরু, বীরমুক্তিযোদ্ধা এড. আক্তারুজ্জামান ফকির, তালাপতুফ হোসেন মুঞ্জ, জিন্নত আলী, আইডিয়াল প্রি-পারেটরী এন্ড হাই স্কুলের উপাধ্যক্ষ নাছরিন রহমান, শহর আ’লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রভাষক তপন সারোয়ার, প্রকৌশলী ইউসুফ আলী প্রমুখ।