ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ নকল আজিজ বিড়ি উদ্ধার
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 08.11.2017 - 09:57 PM
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজাহানের বাড়ি থেকে ১ কোটি টাকার নকল আজিজ বিড়ি, তামাক, ব্রান্ডরোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ০৮.১১.২০১৭ ইং সকালে এ অভিযান চালানো হয়। এঘটনার সাথে জড়িত কাওকে আটক করা যায়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপনে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজানের বাড়িতে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ভরসা গ্রুপের নকল আজিজ বিড়ি তৈরি করছে। এমন সংবাদে সেখানে বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় মূলহোতা শাহজাহান পালিয়ে গেলেও বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল আজিজ বিড়ি, বিড়ি তৈরির কাগজ , তামাক, ব্যান্ডরোল উদ্ধার করা হয়। তার আনুমানিক মূল্য কোটি টাকা। পরে উদ্ধারকৃত মালামাল কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কাস্টমস এর উপ-বিভাগীয় কমিশনার রোকসানা খাতুন, ভরসা গ্রুপের রফিকুল ইসলাম রফিক।