শেরপুরে বিএমটিএ ও বিএমটিপি’র যৌথ উদ্যোগে মানব বন্ধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 03.12.2017 - 07:41 PM
জিএইচ হান্নান।।
বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) এবং বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলিজিষ্ট পরিষদ (বিএমটিপি) এর যৌথ উদ্যোগে ৩ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় শেরপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সঠিকভাবে রোগ নির্ণয় এর মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করায় লক্ষ্যে বে-সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহে টেকনোলিজিষ্ট পদে সনদবিহীন লোকবল নির্মূলের দাবীতে এবং বাংলাদেশে একমুখী মেডিক্যাল টেকনোলজিষ্ট শিক্ষা বাস্তবায়নের জন্য ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বিগত ৩ ডিসেম্বর ২০১৪ নির্যাতিত ছাত্র ছাত্রীদের আত্ম ত্যাগের বিনিময়ে স্বাস্থ্য মন্ত্রীর প্রদানকৃত মাইনরস বাস্তবায়ন এর দাবীতে যৌথভাবে এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। এ মানববন্ধন কর্মসূচীতে বিএমএ শেরপুর জেলা শাখা সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচীতে শেরপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমটিএ সভাপতি আঃ মোতালেব, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, কেন্দ্রিয় নেতা আবু হাসান খান, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, বিএমটিপি’র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা রাজিব, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সূজন আলী, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময় মানববন্ধন কর্মসূচী শেষে সংগঠনের নেতৃবৃন্দ শেরপুর সির্ভিল সার্জন বরাবরে এক স্মারক লিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তরা অতিসত্ত্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার স্বাস্থ্য বান্ধব সরকারের ঝউএ বাস্তবায়নের লক্ষ্যে অতিদ্রুত বে-সরকারি ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার, হাসপাতাল সহ সকল বে-সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স প্রদানের নীতিমালা অনুযায়ী মেডিকেল টেকনোলজিষ্ট ব্যতিত অদক্ষ, সনদবিহীন লোকবল নির্মূল করে মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাইভেট চাকুরী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবী জানান এবং আগামী মন্ত্রী পরিষদ এর সভায় ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চূড়ান্ত করার জন্য জোর দাবি জানান। এছাড়া নেতৃবৃন্দ সরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মেডিকেল টেকনোলজিষ্টদের নতুন পদ সৃষ্টি করা সহ শূন্য পদে স্থগিতকৃত নিয়োগ চালুকরে অনতিবিলম্বে নিয়োগের দাবি জানান।
নেতৃবৃন্দ আগামী ৩১/১২/২০১৭ ইং তারিখের মধ্যে মেডিকেল টেকনোলজিষ্টদের সকল যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানান, অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।